বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, অনলাইনে ক্লাস চালুর চিন্তা ফের ৩ দিনের হিট অ্যালার্ট জারি, হতে পারে বৃষ্টি যুদ্ধ কখনোই কোনো সমাধান দিতে পারে না: প্রধানমন্ত্রী সব ডিসি-এসপির সঙ্গে ইসির বৈঠক বৃহস্পতিবার ‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু

'সরকার কৃষকের আর্তনাদ ও দুর্দশা চেয়ে চেয়ে দেখছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেছেন, কৃষকরা ধানের ন্যায্যমূল্য না পেয়ে চরম সংকটের মুখে নিপতিত হয়েছে। উৎপাদন খরচের চেয়ে বহু কম দামে ধান বিক্রি করতে হচ্ছে। বিঘাপ্রতি দুই থেকে তিন হাজার টাকা লোকসান হচ্ছে কৃষকদের।

এ অবস্থায় সরকারের দায়িত্ব ছিল সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা। কিন্তু তা না করে সরকার কৃষকদের আর্তনাদ ও দুর্দশা চেয়ে চেয়ে দেখছে। সরকার কৃষকদের জন্যে কিছুই করছে না।

গতকাল সোমবার বিকেলে বিজয়নগরের মজলিস মিলনায়তনে আইনজীবী মজলিস ঢাকা মহানগরীর আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আহমদ আব্দুল কাদের বলেন, আমাদের দাবী নির্ধারিত মূল্যে সরকারীভাবে কৃষকদের কাছ থেকে বোরো ধান ক্রয় করতে হবে। কৃষকদের বাঁচাতে হবে। কৃষক না বাঁচলে চাকুরীজীবি, পেশাজীবি কেউই ভাল থাকবে না। আইনজীবীদেরকে দেশের এসব মজলুম মানুষের পাশে দাঁড়াতে হবে।

আইনজীবি মজলিস ঢাকা মহানগরীর সদস্য সচিব এডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে ও এডভোকেট এনায়েত রাব্বী একরামের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মুহা. আব্দুল জলিল।

ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আজীজুল হক, এডভোকেট মাওলানা শায়খুল ইসলাম, এডভোকেট সৈয়দ মুহা. সানাউল্লাহ, এডভোকেট শোয়াইব আহমদ, এডভোকেট দেলোয়ার হোসাইন এমদাদ, এডভোকেট আমজাদ হোসাইন, এডভোকেট ইমরান হোসাইন, এডভোকেট দীপু আহমদ, ইমরান হোসাইন, নফর শেখ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ