শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


কাবা প্রঙ্গণে বৃষ্টি, আনন্দিত তওয়াফকারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওমরা ও রোজা পালনরতদের স্বস্তি দিয়ে পবিত্র মক্কায় সোমবার (২০ মে) রাতে মুষলধারে বৃষ্টি হয়েছে। দিনভর রোদ থাকলেও বিকেলের দিকে মক্কার আকাশে মেঘ জমতে শুরু করে। শেষে রাতে প্রায় ১৫ মিনিট টানা বৃষ্টি হয়।  এ সময় কাবা চত্বরে তাওয়াফরত বহু মানুষ বৃষ্টিতে ভিজতে থাকেন।

যারা বৃষ্টির সময় কাবা চত্বরের বাইরে কিংবা হোটেলে ছিলেন, তাদের অনেকেই দৌঁড়ে চলে আসেন বৃষ্টিতে ভিজে তাওয়াফ করতে।  কেউ বৃষ্টিতে ভিজে নামাজ পড়তে থাকে। তাওয়াফকারীদের তাকবিরের ধ্বনিতে মুখরিত হয় কাবা প্রাঙ্গণ। এ সময় তাওয়াফরত মুসল্লিরা কেঁদে কেঁদে উচ্চকন্ঠে দোয়া ও আল্লাহ তায়ালার দরবারে ফরিয়াদ জানায়।

বৃষ্টিতে হারাম শরিফ প্রাঙ্গণে পানি জমে যায়। বৃষ্টির পর কাবা শরিফের নিরাপত্তারক্ষী ও ক্লিনাররা জমে থাকা বৃষ্টির পানি দ্রুত অপসারণ করে নামাজের উপযোগী করে তোলেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ