শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


পচা-বাসি খাবার রাখার দায়ে ৩ রেস্টুরেন্টকে জরিমানা ও বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ধানমন্ডি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়।

বিক্রির জন্য রাখা পচা-বাসি ইফতার, ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার রাখার অভিযোগে তিনটি রেস্টুরেন্টকে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলো সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। সেগুলো হলো, ক‍্যাফে ধানমন্ডি, সুচিলি রেস্টুরেন্ট, বিয়ে বাড়ি রেস্তোরাঁ।

অস্বাস্থ্যকর রান্নাঘরের জন্য লাইলাতি রেস্টুরেন্ট ও পিন্টু মিয়ার ইফতারিকে ১০ হাজার টাকা করে জরিমানা আরোপ করা হয়।

অভিযানে এপিবিএন-১ এর সদস‍্যরা সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব‍্যাহত থাকবে বলে জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ