শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


'খোদা ভীরুতার অভাব ব্যাক্তি ও সমাজে অশান্তি তৈরি করছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভার উপজেলা উলামা পরিষদের উদ্যোগে আল মাদরাসা হামিউস সুন্নাহ মিলনায়তনে 'ব্যক্তি ও সমাজ গঠনে সিয়ামের তাৎপর্য' শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার এ  আলোচনাসভা ও ইফতার মাহফিল অয়োজিত হয়।

আল্লামা ইউসুফ সাদিক হক্কানী বলেন, রমজানের মূল শিক্ষা হলো তাকওয়া তথা খোদা ভীরুতা অর্জন করা৷দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে মুমিনের তাকওয়ার প্রশিক্ষন হয়৷তাকওয়া ও খোদাভীতির অভাবে সমাজে অশান্তি ছড়িয়ে পড়ছে৷ব্যাক্তি ও সমাজ ধংস হচ্ছে৷দূর্নিতি,খুন,সন্ত্রাস,ধর্ষন,পরকীয়ার মত মারত্মক অপরাধে মানুষ জড়িয়ে পড়ছে৷

তিনি বলেন, আজ খাদ্য ওষুধ সহকারে নিত্যপন্যে ভেজাল, ফরমালিনসহ ক্ষতিকারক বস্তু দিয়ে মানব জাতিকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হচ্ছে৷ রূপপুর পারমানবিক প্রকল্পের পুকুরচুরির মত অবিশ্বাস্য সব দুর্নীতি আমাদের প্রত্যক্ষ করতে হচ্ছে৷ তার একমাত্র কারন সমাজে তাকওয়া ও কুরআনের শিক্ষা না থাকা৷ তাছাড়া এ রমজান মাসেই কুরআন অবতীর্ন হয়েছিল৷

তিনি আরও বলেন, আজ পৃথিবীতে কুরআনের নেতৃত্ব না থাকার ফলে মানবতা বিপন্ন৷ মুসলিম দেশগুলোতে রক্তের সাগর প্রবাহিত অসংখ্য বনি আদমকে হত্যা করা হচ্ছে, ধর্ষন করা হচ্ছে৷ বাড়িঘর জনপদ উজাড় করা হচ্ছে৷ আজ আমরা যখন এখানে নিরাপদে ইফতার করছি তখন মধ্যপ্রাচ্যে,আরকানে অসংখ্য মুসলমান গুলি বোমার আঘাতে বিদ্ধস্ত হচ্ছে৷তাই মানবতাকে এই সংকট থেকে উত্তরনের জন্য কুরআন ও সিয়ামের শিক্ষার আলোকে তাকওয়া পূর্ন ব্যাক্তি ও সমাজ গঠন করা ছাড়া উপায় নেই৷সিয়ামের শিক্ষায় উজ্জীবিত হয়ে তাকওয়া পূর্ন সমাজই মানবতাকে মুক্তি দিতে পারে৷

সাভার উপজেলা উলামা পরিষদের সভাপতি আল্লামা ইউসুফ সাদিক হক্কানীর সভাপতিত্ব্বে, প্রচার সম্পাক মুফতী মাহফুজ হায়দার কাসেমীর পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আলী আজম, সহ সাধারণ সম্পাদক মুফতি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মুফতি আলী আকরাম, বায়তুলমাল সম্পাদক মুফতি আব্দুল আজীজ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ