মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৭ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
ইরান সার্বভৌমত্ব রক্ষা করে পরিস্থিতি সামাল দিতে সক্ষম: চীন বান্দরবানে দুর্গম পাহাড়ে অভিযানে কুকি-চিনের ৯ সদস্য গ্রেফতার আজমিরীগঞ্জে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কমিটি গঠন উদীচীর কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনী বিব্রত: ডিএমপি অনলাইন নিউজ পোর্টালের বিজ্ঞাপন নীতিমালা শিগগিরই বাস্তবায়ন : তথ্য প্রতিমন্ত্রী ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করা নিয়ে যা বলছে সৌদি মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে যোগদান করলেন মুফতি মকবুল হোসাইন কাসেমী খুলনায় ইসলামী ছাত্র আন্দোলন নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার নেতানিয়াহু এ যুগের হিটলার: ওবায়দুল কাদের

‘বগুড়া উপনির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, বিগত একাদশ জাতীয় নির্বাচনে সীমাহীন ভোটডাকাতি ও আগের দিন ব্যালট কেটে বাক্স ভর্তি করার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনের ফলাফল প্রত্যাখান করেছিল।

তাই বগুড়া উপনির্বাচনেও ইসলামী আন্দোলন অংশগ্রহণ করবে না। তিনি বলেন, সরকার দেশে অঘোষিত বাকশাল কায়েম করে রেখেছে। মানুষের বাকস্বাধীনতা নেই। দেশে সীমাহীন দুর্নীতি চলছে। অপরদিকে কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে দু:খে ক্ষোভে পাকাধান আগুনে পুড়িয়ে ফেলছে। তিনি বলেন, খাদ্য আমদানি রপ্তানী একই সাথে হতে পারে না। ইন্ডিয়ান চালে বাজার সয়লাব। আমাদের কৃষকরা ধুকে ধুকে মরছে। এ অবস্থান আশু সমাধান প্রয়োজন। অন্যথায় দেশ ভয়াবহ খাদ্য সঙ্কটে পড়বে।

আজ শুক্রবার বাদ জুমা পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলার সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহাসচিব ইউনুছ আহমাদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আলমাদানী, আল্লামা নূরুল হুদা ফয়েজী ও ডা. মুখতার হুসাইন, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, অধ্যাপক মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা আব্দুল কাদের।

আলহাজ আমিনুল ইসলাম, মাওলানা ইমতিয়াজ আলম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ¦ হারুন অর রশিদ, মুফতী হেমায়েতুল্লাহ, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

এডভোকেট লুৎফুর রহমান শেখ, এডভোকেট শওকত আলী হাওলাদার, মাওলানা নেছার উদ্দিন, বরকত উল্লাহ লতিফ, এড. একেএম এরফান খান, কে.জি মাওলা, জিএম রুহুল আমীন, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, মাওলানা খলিলুর রহমান প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ