শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


বিজেপির অফিস লাইব্রেরিতে কুরআন শরিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লোকসভা নির্বাচনে দ্বিতীয়বার জন্য সাফল্য আসার পরদিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘দেশের সংখ্যালঘু মুসলমানদের আস্থা অর্জন করতে হবে’। কিন্তু এর পরদিনই দেশটির বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর আক্রমণের খবর পাওয়া যায়।

এই পরিস্থিতিতে বিজেপির এক অফিসের লাইব্রেরিতে পবিত্র কুরআন কিনে আনার খবর ভিন্ন মাত্রা যোগ করেছে। বিজেপির লাইব্রেরিতে কুরআন শরিফ রাখার এ ঘটনা উত্তরাখণ্ডে। দেরাদুনে দলটির হেড কোয়ার্টারে গীতা রয়েছে, বাইবেল রয়েছে; এবার সেখানে যুক্ত হলো কুরআন শরীফ।

উত্তরাখণ্ড বিজেপির সহকারী মিডিয়া ইনচার্জ সাদাব শামস বলেন, ‘আমি দুই কপি কুরআন শরিফ কিনে এনেছি। এর মধ্যে এক কপি হিন্দি ও অপর কপি ইংরেজি। দুই কপি কিনেছি লাইব্রেরির জন্য।’

তিনি আরও বলেন, ‘আমি সব পাঠকের কাছে আবেদনও করছি, কুরআন শরিফ পড়ার জন্য। কুরআন পাঠ করলে ইসলাম সম্পর্কে ভুল ধারণা দূর হবে মানুষের।’ বিজেপির রাজ্য সভাপতি অজয়  ভাট কুরআন শরিফ লাইব্রেরিতে রাখার প্রশংসা করেছেন। উল্লেখ্য, গত বছর বিজেপি সভাপতি এই লাইব্রেরিটি উদ্বোধন করেছেন।

কেপি


সম্পর্কিত খবর