শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসির সহায়তা চাইল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা সংকট নিরসনে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সদস্য দেশগুলোর সহায়তা চেয়েছে বাংলাদেশ। সৌদি আরবের জেদ্দায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ সহায়তা চান বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের জেদ্দায় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ৩০ মে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী। ওআইসির ১৪তম শীর্ষ সম্মেলন সামনে রেখে এ বৈঠক হয়। বৈঠকে তিনি বলেন, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের জোর করে বাস্তুচ্যুত করা হয়েছে। মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে। এ সংকট সমাধানে ওআইসি দেশগুলোর সহায়তা চান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ওপর নির্যাতনের জন্য মিয়ানমারকে জবাবদিহির আওতায় আনতে হবে। রোহিঙ্গাদের অধিকার রক্ষা ও ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে মিয়ানমারকে বিচারের আওতায় আনার জন্য গাম্বিয়া সরকার উদ্যোগ নিয়েছে। সে জন্য গাম্বিয়াকে সাধুবাদ জানান ড. মোমেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ