মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


দিনাজপুরে একসঙ্গে ঈদের নামাজ পড়লেন ‘ছয় লাখ’ মুসুল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে একসঙ্গে ঈদের নামাজ পড়লেন ‘ছয় লাখ’ মুসল্লি। এটি দিনাজপুরের অন্যতম বৃহত্তম জামাত। লাখো মানুষের অংশগ্রহণে দিনাজপুরের এই ঈদের জামাত পরিণত হয় মুসল্লিদের মিলনমেলায়।

দেশের অন্যতম বৃহত্তম এই ঈদ জামাতে অংশ নিতে সকাল থেকে মুসল্লিদের ঢল নামে গোর-এ-শহীদ ময়দানে। ময়দানটির এরিয়া প্রায় ২২ একর জমি। আয়োজকদের ধারণা এতে প্রায় ছয় লাখের মতো মুসল্লি অংশ নিয়েছে।

সকাল পৌনে নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে অংশ নেয় বিচারপতি এনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

বৃহত্তম এ জামাতে অংশ দিতে দিনাজপুরবাসী ছাড়াও রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রংপুর, নীলফামারী ও জয়পুরহাটসহ আশপাশের অনেক জেলার মুসল্লি আসেন। অন্যতম বৃহৎ এই ঈদের জামাতে নামাজ আদায় করতে পেরে অনেকেই আনন্দ প্রকাশ করেন।

বগুড়া থেকে নামাজ আদায় করতে আসা এক মুসল্লি জানান, ‘দিনাজপুরের ঈদগাহ মাঠে নামাজ আদায় করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।তিনি জানালেন, জামাতে অংশ নিতে পেরে তিনি তৃপ্তি পেয়েছেন।

নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন আলহাজ মাওলানা শামসুল হক কাসেমি।

এদিকে ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সর্বোচ্চ নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় প্রশাসন। দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম নামাজ আদায় শেষে জানান, মুসল্লিদের নিরাপত্তার জন্য পুলিশ, র‌্যাব, আনসার ও গোয়েন্দাসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য মোতায়েন ছিল গোর-এ-শহীদ ময়দানে।

জামাতে অংশ নেয়া জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা এসে জামাতে অংশ নিয়েছেন। এক সময় পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও মুসল্লিরা এসে এই জামাতে অংশ নেবেন বলে আশা করছেন তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ