শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


বিদ্বেষ ছড়ানো ভিডিও সরিয়ে নেবে ইউটিউব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উগ্রপন্থা ও বিদ্বেষ উসকে দেয় এমন সব ভিডিও ও চ্যানেল সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে ইউটিউব। যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিও শেয়ারিং ওয়েবসাইটটি বলছে, নয়া নাৎসিবাদ, শ্বেতাঙ্গ বর্ণবাদ ও অন্যান্য সংকীর্ণতাবাদী মতাদর্শ প্রচারকারী চ্যানেলগুলো তাদের সেবা থেকে বাদ দেয়া হবে।

সম্প্রতি ‘বিদ্বেষ, হয়রানি, বৈষম্য ও সহিংসত’ উসকে দেয়ার জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব প্ল্যাটফর্ম ব্যবহার বন্ধ ও এর সুরক্ষার দাবি তোলে এমন পদক্ষেপ নিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। তারা বলেছেন এটা আমাদের দায়িত্ব। আমাদের সাইট ব্যবহার করে কেউ সমাজে বিদ্বেষ ছড়াক সেটা আমরা কখনোই চাইবো না।

গত বুধবার (৫ জুন) এক ব্লগ পোস্টে ইউটিউব কর্তৃপক্ষ এ পরিকল্পনার কথা ঘোষণা করেছে। খবর নিউ ইয়র্ক টাইমসের।

আর যেসব ভিডিওতে মানুষের ভেদাভেদ তৈরির জন্য কোনো পক্ষের শ্রেষ্ঠত্ববাদের কথা বলা হবে সেগুলোও নিষিদ্ধ করা হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কানেটিকাটের স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে গুলি চালিয়ে হত্যাকাণ্ডের মতো সহিংস ঘটনাগুলো অস্বীকার করে যেসব ভিডিও দেয়া হবে, সেগুলোও ইউটিউবে নিষিদ্ধ করা হবে। তবে কোনো সুনির্দিষ্ট চ্যানেল বা ভিডিওর নাম প্রকাশ করেনি তারা।

এমডব্লিউ/

 

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ