বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার কয়েকটি মাদরাসার ভর্তি তথ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ : সারাদেশে কওমি মাদরাসাগুলোতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। সাধারণত প্রতি বছর শাওয়ালের ৭ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত রাজধানীর নামীদামী মাদরাসাগুলোতে ভর্তি শুরু হয়ে যায়। এখানে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার কয়েকটি মাদরাসার ভর্তি সংক্রান্ত তথ্য দেওয়া হলো।

No photo description available.

১. তারবিয়াতুল উম্মাহ মাদরাসা, ওলামাগর, ঘাটারচর, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২। ৭ শাওয়াল থেকে ফরম বিতরণ ও ভর্তির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। সকল জামাতের পরীক্ষা মৌখিক হবে।

No photo description available.

২. মারকাযুল বয়ান লিতালীমিল আর‌্যাবিয়াহ (ময়মনসিংহ) ।  ৭ শাওয়াল থেকে ফরম বিতরণ ও ভর্তির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

No photo description available.৩. মাহাদুল উলুম আল ইসলামিয়া, ঢাকা। ১ রমজান থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১২ শাওয়াল পর্যন্ত ভর্তি নেয়া হবে।

No photo description available.

৪. বায়তুল হিকমাহ আল ইসলামিয়, ঢাকা।

No photo description available.

৫. জামিয়া ইসলামিয়া তা’লিমুস সুন্নাহ মাদরাসা ও এতিমখানা, ঢাকা। ৮ শাওয়াল থেকে মহিলা ও পুরুষ শাখায় ভর্তি শুরু হবে।

No photo description available.

৬. মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী, ঢাকা। ৬ শাওয়াল থেকে ১০ জুন পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

No photo description available.

৭. জামিয়া ইউসুফ বানুরি রহ. ঢাকা। ১৫ জুন পর্যন্ত ভর্তি চলবে।

৮. জামিয়া মাহমুদিয়া আরাবিয়া, যাত্রাবাড়ি, ঢাকা।

 

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ