মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


‘ভোটারের উপস্থিতি নির্ভর করে প্রার্থীদের উপর’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  নির্বাচনে ভোটারের উপস্থিতি প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের উপর নির্ভর করে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) নতুন দায়িত্ব নেওয়া সচিব মো. আলমগীর।

আজ মঙ্গলবার (১১ জুন) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব এসব কথা বলেন।

তিনি আরো বলেছেন, ‘ভোটারের উপস্থিতি নির্ভর করে প্রার্থীদের উপর। নির্বাচন কমিশনের যতটুকু আয়োজন করা দরকার, সেটা শতভাগ করছে। নির্বাচন কমিশন কোনো দলকে উৎসাহ দেয় না বা নিরুৎসাহিত করে না। কমিশনের দায়িত্ব হলো রেফারির মতো। মাঠে যারা খেলবেন, তারা যেন খেলার মতো খেলতে পারেন।’

‘কেউ যদি খেলতে গিয়ে কোনো ফাউল করে, তাকে হলুদ কার্ড বা লাল কার্ড দেখানো। কেউ যদি মাঠে খেলতে না আসে, এটা রাজনৈতিক দলেরই দায়িত্ব। এজন্য নির্বাচন কমিশনকে দায়ী করা যাবে না।’

মো. আলমগীর বলেন, ‘যতদিন দায়িত্বে আছি, যতটুকু দেখার ততটুকু আমি দেখব। আগে পরের ব্যাপারটার দায়িত্ব তো আমি নিতে পারব না। ট্রান্সপারেন্ট থাকব, এটা কথা দিতে পারি। সব জায়গায়ই ভালোমন্দ লোক আছে। আমাদের কাজ হলো শিষ্টের পালন, দুষ্টের দমন। আগে নিজে ঠিক থাকতে হবে। তারপর আরেকজনকে ঠিক করতে পারব।’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ