শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


সাহস থাকলে সামনে আসুন: শত্রুদের ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের সেনাবাহিনীর পদাতিক ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হেইদারি বলেছেন, ‘আমরা আগেই শত্রুদেরকে এ হুঁশিয়ারি দিয়েছি যে তারা যাতে তাদের অবস্থান থেকে সামনের দিকে আর এক পা-ও না এগোয়। শত্রুরা এখন তাদের প্রতিটি অবস্থান থেকে পিছু হটছে।

আজ মঙ্গলবার কেরমানশাহ প্রদেশে একটি সামরিক ঘাঁটি পরিদর্শনের সময় এসব কথা বলেন ওই জেনারেল।

তিনি আরো বলেন,  ইরান প্রতিরক্ষা ক্ষেত্রে এমন এক পর্যায়ে পৌঁছেছে যে, শত্রুর যেকোনো হুমকি অঙ্কুরেই বিনাশ করে দিতে পারে, বলেন হেইদারি।

তিনি বলেন, আমরা শত্রুর হুমকি মোকাবেলায় বলছি, সাহস থাকলে সামনে আসুন, আমরা আপনাদের শিং ভেঙে দেব।

হেইদারি আরও বলেন, শত্রুরা তাদের নিজেদের দুর্বলতা ও অক্ষমতা ঢাকতে নানা হুমকি-ধমকি দিচ্ছে। কিন্তু তারা তাদের হুমকি বাস্তবায়ন করতে পারবে না।

ইরানি সেনাবাহিনীর এই জেনারেল বলেন, এক সময় ইরানের পার্শ্ববর্তী ইরাক ও আফগানিস্তানে আমেরিকার বড় ধরনের সামরিক শক্তি ছিল, কিন্তু তারা ইরানের সামরিক সক্ষমতা এবং প্রস্তুতি দেখে কোনো দুঃসাহস দেখায়নি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ