শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


অতিরিক্ত ভাড়া নেওয়ায় ফেনীতে ১৬ অটোরিকশা চালককে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মু. আতাউর রহমান আলমপুরী: ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাটে অভিযান চালিয়ে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ১৬টি সিএনজি চালিত অটোরিকশা চালকের ৭ হাজার ৮ শ সত্তর টাকা জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার ১১ জুন সকালে ফেনী-পরশুরাম আঞ্চঁলিক সড়কের মুন্সীর হাট বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন, ফুলগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, ফুলগাজী থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ জসিম উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, বাজারে অবৈধ অটোরিকশার পার্কিং, সড়কে ফিটনেস বিহীন গাড়ি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ১৬ টি সিএনজি চালিত অটোরিকশা চালক থেকে ৭ হাজার ৮ শ ৭০ টাকা জরিমানা আাদায় করা হয়েছে।

অভিযান পরিচালনা করার সময় নির্বাহী কর্মকর্তা সড়কের বেশ কিছু গাড়ির চালককে অনিয়মের অপরাধে আগামী দিনের জন্য সতর্কও করে দেন।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ