শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়া নিয়ে ভোট শুক্রবার

সিলেটে করীমিয়া বোর্ডের ফল প্রকাশ, পাশের হার ৯৩.৩০ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুলতান মাহমুদ বিন সিরাজ:  সিলেটে 'করীমিয়া বেসরকারী মাদরাসা শিক্ষা বোর্ড'র ১৩তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আমিনুর রশীদ গোয়াইনঘাটী আজ দুপুর ২ টায় গোয়াইনঘাটের দারুস সালাম দারুল হাদীস লাফনাউট মাদরাসায় এ ফলাফল প্রকাশ করেন।

এ পরীক্ষায় মোট ৭১৭ জন অংশগ্রহণ করে। এতে পাশের হার ৯৩.৩০%। মুমতাজ পেয়েছেন ৩২০ জন। ১ম বিভাগে উত্তীর্ণ হয়েছেন ১৭৫ জন। ২য় বিভাগে ৮০ জন। ৩য় বিভাগ ০৪ জন। এক বিষয়ে ফেল ৯০ জন। অকৃতকার্য ৪৮ জন। অনুপস্থিত ছিলেন ০৭ জন।

বোর্ডের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান রায়গড়ি বলেন," আসাতিজায়ে কেরাম ছাত্র-ছাত্রীদের পেছনে খুব মেহনত করেছেন। তাঁদের নির্ঘুম পরিশ্রম স্বার্থক হয়েছে ফলাফলের মাধ্যমে। বোর্ড কর্তৃপক্ষও নিরলস খেদমত করে যাচ্ছেন। আল্লাহ সবাইকে উত্তম বদলা দান করুন।"

বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক বলেন,"আলহামদুলিল্লাহ, ফলাফল দেখে মনটা ভরে গেলো। এমন প্রত্যাশিত ফলাফল আমরা প্রতি বছর দেয়ার চেষ্টা করব। আমাদের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।"

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আমিনুর রশীদ গোয়াইনঘাটী বলেন,আলহামদুলিল্লাহ, এবারের
পরীক্ষা অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নকলসহ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি পরীক্ষার্থীরা খুব ভালো ও চমৎকার পরিবেশে পরীক্ষা দিয়েছে।

তিনি বলেন, দায়িত্বশীলেরাও আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছেন। সবার কাছ থেকে অাশা থেকে বেশী সহযোগিতা পেয়েছি। এ জন্যে আমরা প্রত্যাশিত ফলাফল লাভ করেছি। আমরা সবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ সবাইকে উত্তম বদলা দান করুন।"

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ