শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


আল্লামা শিহাবুদ্দীন রহ.স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার অর্ধশত বছরের শায়খুল হাদীস আল্লামা শিহাবুদ্দীন রহ. স্মরণে জামেয়া মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল ১১টা থেকে শায়খুল হাদীস আল্লামা নজির আহমদ ঝিঙ্গাবাড়ী ও জামিয়ার মুহতামিম মাওলানা শায়খ মুহিউল ইসলাম বুরহান এর সভাপতিত্বে, মাওলানা কবীর আহমদ খান ও মাওলানা আহমদ কবীর খলীল এর যৌথ পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আল্লামা শিহাবুদ্দীন রহ. এর জীবন ও কর্মের আলোচনা সভায় আলোচকরা বলেন, ইলম-আমলে যুগের ইমাম বোখারি ছিলেন আল্লামা শিহাব উদ্দীন রহ.। তিনি ছিলেন আকাবির ও আসলাফের জীবন্ত নমুনা। এতো বড় আলেম হওয়া সত্বেও বিনয়-নম্রতা এবং সহজ-সরলভাবে চলার বিরল দৃষ্টান্ত তার মধ্যে পাওয়া যায়।

বক্তারা আরও বলেন, হযরত শায়খুল হাদীস আল্লামা শিহাবুদ্দীন রহ. ছিলেন এক বেনজির আলেম ও হাদীস বিশারদ। শুধু সিলেট নয়; গোটা বাংলাদেশের এক কিংবদন্তি মুহাদ্দিস। উস্তাদ, শাগরিদ এবং এলাকার সর্বসাধারণের কাছে যিনি ছিলেন সমানভাবে শ্রদ্ধা ও ভালবাসার পাত্র। দেশ বিদেশে যার হাজার হাজার ছাত্র ও ভক্ত থাকা সত্বেও যার চালচলন ছিলো সহজ ও নম্রতার দৃষ্টান্ত।

সভায় আলোচনা করেন জামেয়ার শিক্ষাসচিব মুফতি গোলাম মোস্তফা, জামেয়ার মুহাদ্দিস মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম সুফিয়ান, মাওলানা তালিবুদ্দীন, মাওলানা নজমুল ইসলাম, মাওলানা ফজলুর রহমান, হেতিমগঞ্জ মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস সালাম বাগরখলীভ

মাওলানা নুরুল ইসলাম বারইগ্রামী, মাওলানা ফিরোজ আহমদ, মাওলানা সাইদ আহমদ, মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী, মাওলানা এহতেশামুল হক কাসিমী, মাওলানা যায়নুল আবেদীন জামালগঞ্জী, মাওলানা আব্দুল হক বড়চতুলী, মাওলানা তবারক আলী, মাওলানা মুফতি বাহাউল ইসলাম আহসান লন্ডন, আল্লামা শিহাবুদ্দীন রহ. এর ছেলে মুফতি নজমুদ্দীন, মাওলানা আহসানুল্লাহ প্রমুখ।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামেয়ার শিক্ষক হাফিজ মাওলানা মনজুর আহমদ, মুফতি শরিফ আহমদ সুলতান, মাওলানা ইবাদ বিন সিদ্দিক, মাওলানা আব্দুল হামিদ সাকিব, মাওলানা মিসবাহ উদ্দীন, মাওলানা জয়নাল আবেদীন প্রমুখ।

সভায় মুনাজাত পরিচালনা করেন শায়খুল হাদীস আল্লামা নজির আহমদ ঝিঙ্গাবাড়ী।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ