শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


বাংলাদেশ ব্যাংকে টাকা গণনায় অনিয়মের অভিযোগে ৪ কর্মকর্তা বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাকা গণনায় অনিয়মের অভিযোগে বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার চারজন মুদ্রা নোট পরীক্ষককে ( গ্রেড-১) সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে রংপুর শাখার উপ-মহাব্যবস্থাপক ফজলার রহমানকে প্রধান করে ১৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বরখাস্ত করা হয়েছে, সাজেদ মুহাম্মদ খালেদ, শামীম মিয়া, রাবেয়া বশরী ও শেফালী বেগম।

বাংলাদেশ ব্যাংকের প্রধান শাখার নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করে বলেন, আসলে টাকা খোয়া যাওয়ার কোনো ঘটনা ঘটেনি।

প্রতদিনই টাকা গণনা করা হয়। গত ৯ জুন ব্যাংকের টাকা গণনার সময় কিছুটা অনিয়ম হয়েছে। এসব অনিয়মের কারণে চারজন মুদ্রা নোট পরীক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে ১৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ