শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


জামালগঞ্জে শান্তিপূর্নভাবে ভোটগ্রহন চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জহির বিন রুহুল
সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জে স্থহিত হওয়া উপজেলা নির্বাচনের ৪৬টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও সংশ্লিষ্টরা বলছেন সময়ের সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়বে।

উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত জামালগঞ্জ উপজেলায় ভোটার সংখ্যা ১ লক্ষ ১২ হাজার ৭২৬ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন ও ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে মূল লড়াইয়ে রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম শামীম ও আওয়ামী লীগ মনোনীত ইউসুফ আল আজাদ।

নির্বাচনে ৫৫৬ জন পুলিশ, ১৫ জন ম্যাজিস্ট্রেট, ৪০ জন বিজিবি, র‌্যাব ও স্ট্রাইকিং ফোর্সসহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ