শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


মিসরের সাবেক প্রেসিডেন্ট মুরসির শোকাহত স্ত্রীর টুইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যুতে তার শোকার্ত স্ত্রী সোমবার মুরসিকে ‘শহীদ’ লিখে টুইট করেন।

সাবেক এ প্রেসিডেন্ট সোমবার আদালত কক্ষে তার বিচারের শুনানির সময় মৃত্যুবরণ করেন।

২০১২ সালের ১২ জুন হোসনি মোবারক গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হলে প্রথম গণতান্ত্রিক নির্বাচনে মোহাম্মদ মুরসি জয় লাভ করে এক বছর দেশ পরিচালনা করেন।

পরে আব্দুল ফাত্তাহ আল সিসির নেতৃত্বাধীর সেনাবাহিনীর অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। সিসি ক্ষমতাগ্রহণের পরে মুরসির শতাধিক সমর্থককে সহিংসতার অভিযোগে ফাঁসি দেন। এছাড়া হাজার হাজার সমর্থককে কারাগারে আটকে রাখেন।

সম্প্রতি মুরসির দল ব্রাদারহুডকে আনুষ্ঠানিকভাবে মিসরের সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ