শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


২৫ বছর ধরে ইহুদি কারাগারে বন্দী ২৬ ফিলিস্তিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ২৫ বছর ধরে ইহুদিদের গারাগারে বন্দী আছেন ২৬ ফিলিস্তিনি মুসলিম। ফিলিস্তিনিরা দাবি করেছে ইসরায়েলের কারাগারে বছরের পর বছর ধরে মৃত্যুর প্রহর গুণছে প্রায় ৪৬ জন ফিলিস্তিনি। খবর ডেইলি বাসিরাত-এর।

রিপোর্ট অনুযায়ী, ১৯৯৪ সালে ইসরায়েলিরা ফিলিস্তিনের কয়েকটি এলাকা দখল করতে এসে তাদের বসতি স্থাপনের আগে ২৬ ফিলিস্তিনিকে গ্রেফতার করে সর্ব প্রথম। এরপর থেকে তাদের গ্রেফতারির সংখ্য হাজার ছাড়িয়ে যাবে। কিন্তু এর কোনো প্রমাণ না থাকায় ফিলিস্তিনিরা কোনো প্রতিবাদ করতে পারেনি।

জানা যায়, ২০১৩ সালে ফিলিস্তিনের আবেদনের পরিপেক্ষিতে ইসরায়েল বন্দীদের মুক্তি দিতে সম্মত হয়েছিল। ফিলিস্তিন রাষ্ট্র থেকে কিছু লোক তখন ইসরায়েলের এলাকায় বসবাস করতো। এদেরকে পরবর্তিতে ইহুদিরা বন্দী করে রাখে তাদের গারাগারে।

এদের সংখ্যা অনুমান করা হয় ২৬। ফিলিস্তিন বন্দীদের চতুর্থ পর্যায়ে মুক্তি দেয়ার পরও তাদের ছাড়েনি ইসরায়েল। জানা যায়, সাম্প্রতিক ফিলিস্তিন থেকে বন্দী করা হয়েছে এমন সংখ্যা প্রায় ৭ হাজারে পৌঁছেছে। তাদের মধ্যে নারী, শিশু, প্রশাসনিক কর্মকর্তা ও শত শত রোগী রয়েছে। সূত্র: বাসিরাত অনলাইন উর্দু

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ