বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক, কাজে ফিরছে শ্রমিকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রমিকদের সংঘর্ষের পর স্বাভাবিক হতে শুরু করেছে পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিস্থিতি।

কাজে ফিরছেন শ্রমিকরা। এরইমধ্যে কাজে যোগ দিয়েছে চীনা শ্রমিকরাও। তবে সার্বিক নিরাপত্তার স্বার্থে এখনও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

আজ সকালে অস্থায়ী শ্রমিকদের বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ। হামলায় ক্ষতি নিরুপণ ও ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি পুন:স্থাপনের কাজ শুরু হয়েছে।

এর আগে মঙ্গলবার বিদ্যুৎকেন্দ্রের বয়লার থেকে পড়ে সাবিন্দ্র দাস নামের এক শ্রমিকের মৃত্যু হলে এর জন্য চীনা শ্রমিকদের দায়ি করে সংঘর্ষে জড়ান স্থানীয় শ্রমিকরা। এতে ৬ চীনা শ্রমিক এবং ২ স্থানীয় শ্রমিককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় এক চীনা শ্রমিকের মৃত্যু হয়। বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আরো ৫ চীনা শ্রমিককে ঢাকায় আনা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ