শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


‘জয় শ্রী রাম’ না বলায় হেনস্থার শিকার মুসলিম যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে ফের হেনস্থার শিকার হলেন মুহাম্মদ মোমিন নামে এক মুসলিম যুবক। ‘জয় শ্রীরাম স্লোগান’ না বলায় তাকে গাড়িচাপা দেয়া হয়েছে।

গতকাল শুক্রবার (২১ জুন) স্থানীয় সময় রাত ৮টার দিকে রাজধানী দিল্লির রোহিনি এলাকায় ঘটেছে এ ঘটনা।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মুহাম্মদ মোমিনকে দেখে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ডাকে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে থাকা তিন ব্যক্তি তাকে জয় শ্রীরাম স্লোগান বলতে বলেন। সেই প্রস্তাবে রাজি হওয়ায় তাকে গালাগাল করা হয়। পরে ওই গাড়িটি মুসলিম যুবককে ধাক্কা দিয়ে চলে যায়।

মোমিন জানিয়েছেন, গাড়ির ভিতরে বসে থাকা ব্যক্তিরা তাকে ধর্মীয় স্লোগান জয় শ্রীরাম বলার জন্য চাপ দিতে থাকে। তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে ওই গাড়ি দিয়ে ধাক্কা দিয়েই মেরে ফেলার চেষ্টা করা হয়। এ সময় তিনি মুখে মারাত্মক আঘাত পান। স্থানীয় হাসপাতালে তার চিকিৎসা চলছে।

এ ব্যাপারে ডেপুটি পুলিশ কমিশনার এসডি মিশ্র জানিয়েছেন, পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সেইসঙ্গে প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হচ্ছে। খুব শিগগিরই অভিযুক্তদের পাকড়াও করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর