বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


ফখরুলের আসনে এমপি হলেন বিএনপির সিরাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটার সময় সব কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে স্থাপিত নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্য দেখা গেছে, ঘোষিত ফলাফল অনুযায়ী বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের ধানের শীষ পেয়েছেন ৮৯ হাজার ৭৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত টি. জামান নিকেতা নৌকা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ২৯৭ ভোট। অপরদিকে জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলাম ওমরের লাঙল প্রতীকে পড়েছে সাত হাজার ২২১ ভোট।

প্রথমবারের মতো কোনো বিশৃঙ্খলা ছাড়া ও সুষ্ঠুভাবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে পেরে ভোটারদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

পুলিশ সুপার ও রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত বগুড়া সদর আসন। এ আসনে ভোটার তিন লাখ ৮৭ হাজার ৪৫৮ জন। এবারে এ আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি ছাড়াও মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৪১টি কেন্দ্রে ইভিএম মেশিনে ভোটাররা ভোট দিয়েছেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ