মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


আমিরাতে সবচেয়ে ছোট কুরআনে হাফেজা মেইসাম ইয়াহইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

মধ্যপ্রচ্যের সংযুক্ত আরব আমিরাতে সবচেয়ে কনিষ্ঠ কুরআনে হাফেজা ৬ বছরের শিশুকন্যা মেইসাম ইয়াহইয়া মুহাম্মাদ।
মাত্র দেড় বছরে মেইসাম সম্পূর্ণ কুরআন মুখস্থ করতে সক্ষম হয়েছেন।

স্থানীয় একটি পত্রিকার খবরে বলা হয়, মেইসাম এখনও স্কুলে ভর্তি হয়নি। এ বয়সে তিনি আমিরাতের সর্বকনিষ্ঠ হাফেজ হিসেবে খ্যাতি অর্জন করেছেন।

মেইসাম ইয়াহইয়া মা বলেছেন মেইসাম তিন বছর বয়স থেকে আমিরাতের শারজাহের কুরআন ও সুন্নাহ ইন্সটিটিউটে অনুষ্ঠিত কুরআনিক কোর্সে অংশগ্রহণ করেছে। এখন তার বয়স ছয় বছর এবং মেইসাম এখন সম্পূর্ণ কুরআনের হাফেজা।

মেইসামের মা আরো বলেন, আমার মেয়ের যখন তিন বছর ছিল তখন তার দুই পারা মুখস্থ ছিল। আমিরাতে শায়খ জাদেহ শিরোনামে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এ প্রতিযোগিতায় মেইসাম ইয়াহইয়া সপ্তম স্থান অধিকারী হয়েছিলো।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ