শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


তেজপাতার ব্যবহারে তেলাপোকা পালাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘরে তেলাপোকা থাকাটা স্বাভাবিক। কিন্তু তেলাপোকার যা উপদ্রব তা সহ্য করার মতো নয়। বাজারে তেলাপোকা দূর করার জন্য নানা স্প্রে নানা ঔষধ পাওয়া যায়। কিন্তু সবসময় এই স্প্রে বা ঔষধ কাজ করে না।

আমাদের ঘরে, ঘরের আশপাশে কিংবা বন-জঙ্গলে এদের অবাধ বিচরণ দেখা যায়। তেলাপোকা পরিচিত প্রাণী হলেও এরা বিরক্তিকর, বিশ্রী ও নোংরা প্রাণী। তেলাপোকা যে কোনো জায়গায় খুবই সহজে অভিযোজিত হতে পারে। তাই এই তেলাপোকা থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যবহার করতে পারেন তেজপাতা গুঁড়া।

তেজপাতা তেলাপোকা দূর করতে সাহায্য করে। কয়েকটা তেজপাতা গুঁড়া করে নিন। যেসকল স্থানে তেলাপোকা আসতে পারে সেখানে তেজপাতার গুঁড়া রেখে দিন। তেলাপোকা তেজপাতার গন্ধ সহ্য করতে পারে না। এটি তেলপোকা মারবে না কিন্তু তেলপোকাকে ঘর থেকে দূরে রাখবে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ