শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


দেশে সংখ্যায় পুরুষের চেয়ে মহিলা মাদরাসা বেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান : দেশে প্রচলিত কওমি মাদরাসা সংখ্যায় পুরুষের চেয়ে মহিলা মাদরাসা বেশি। সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষাসংস্থা আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে মোট দাওরায়ে হাদীস কওমি মাদরাসা রয়েছে ১২৪৫টি। তার মধ্যে পুরুষ মাদরাসা ৬১৬টি, মহিলা মাদরাসা ৬২৯। পরিসংখ্যানে দেখা যায় দাওরায়ে হাদীসের মোট মাদরাসার হিসাবে  নারীদের ১৩টি মাদরাসা বেশি আছে। নারীদের মাদরাসা সংখ্যা বেশি হলেও ছাত্রের পরিমাণ বেশি। ২০১৮ সালে দাওরায়ে হাদীসে পরীক্ষা দিয়েছে মোট ২৬ হাজার ৭৮৮ জন শিক্ষার্থী। তার মধ্যে পুরুষ শিক্ষার্থী ১৮ হাজার ৫৬৬ জন, মহিলা শিক্ষার্থী ৮ হাজার ২২২ জন।

জানা যায়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে মোট মাদরাসা সংখ্যা এক হাজার ৩০টি, তার মধ্যে পুরুষ মাদরাসা চারশ ৮৭টি, মহিলা মাদরাসা পাচঁশ ৪৩টি।

বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ মাদরাসা সংখ্যা মোট ৩৯টি পুরুষ ২৪টি মহিলা ১৫টি। আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ বোর্ডের মোট মাদরাসা সংখ্যা ৮৮টি। পুরুষ ৪৫টি মহিলা ৪৩টি। তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ বোর্ডের মোট মাদরাসা সংখ্যা ২৪টি। পুরুষ মাদরাসাই ২৪টি। মহিলা মাদরাসা নেই। আঞ্জুমানে ইত্তেহাদুল মদারিস বাংলাদেশ বোর্ডের মোট মাদরাসা সংখ্যা ১৯টি। পুরুষ ১৫টি, মহিলা ৪টি। বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ বোর্ডের মোট মাদরাসা সংখ্যা ৪৪টি। পুরুষ ২০টি, মহিলা ২৪টি।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাকের) অধীনেই অধিক পরিমাণ মহিলা মাদরাসা। বিপরীতে তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ বোর্ডের  কোন মহিলা মাদরাসা নেই।

এদিকে এবারের দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষায় ছাত্রী সংখ্যা পুরুষের অর্ধেক হলেও পরীক্ষাকেন্দ্র নারীদের বেশি। আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে ২০১৮ সালে দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষায় অংশগ্রহনকারী মোট কেন্দ্র ৩৬১টি। তার মধ্যে পুরুষ কেন্দ্র ১৭৩টি, মহিলা কেন্দ্র ১৮৭টি। নারীদের কেন্দ্র বেশি ছিল ১৩টি।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে মোট কেন্দ্রের সংখ্যা ২৮৫টি। তার মধ্যে পুরুষ কেন্দ্র ১২২টি, মহিলা কেন্দ্র ১৬৩টি।

বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশের অধীনে মোট কেন্দ্র ১২টি। তার মধ্যে পুরুষ কেন্দ্র ৮টি, মহিলা কেন্দ্র ৪টি। আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ বোর্ডের অধীনে মোট কেন্দ্র ২৯টি। তার মধ্যে পুরুষ কেন্দ্র ১৬টি, মহিলা কেন্দ্র ১৩টি। তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ বোর্ডের অধীনে মোট কেন্দ্র ১৪টি। তার মধ্যে পুরুষ কেন্দ্র ১৪টি, মহিলা কেন্দ্র নেই।

আঞ্জুমানে ইত্তেহাদুল মদারিস বাংলাদেশ বোর্ডের অধীনে মোট কেন্দ্র ১২টি। তার মধ্যে পুরুষ কেন্দ্র ৯টি, মহিলা কেন্দ্র ৩টি। বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ বোর্ডের অধীনে মোট কেন্দ্র ৯টি। তার মধ্যে ‍পুরুষ কেন্দ্র ৫টি, মহিলা কেন্দ্র ৪টি।

হুআ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ