বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’ মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো বিয়াম'র চ্যাপ্টার কমিটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জ্যামাইকার আগামীদিনে বিশ্বের মধ্যে অন্যতম স্মার্ট হবে দেশের হজ ব্যবস্থাপনা: ধর্মমন্ত্রী সকালে ইসতিসকার নামাজ আদায়, রাতেই নামল স্বস্তির বৃষ্টি চাঁদ মামার বয়স হয়েছে! চাঁদের বয়স কত? বিশেষ ট্রেনের ৩ বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-কক্সবাজার যোগাযোগ বন্ধ বাড়তে পারে তাপমাত্রা, দুপুরের মধ্যেই ঝড়-বৃষ্টির আভাস

আজিমপুরে মসজিদের খাদেম হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর আজিমপুর কবরস্থান সংলগ্ন মেয়র হানিফ মসজিদের খাদেম মুহা. হানিফ শেখ (৩০) হত্যা মামলার প্রধান আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোর একটি টিম।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে পিবিআই’র প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার এ তথ্য জানান।

তিনি জানান, গত ৩ জুন খাদেম হানিফকে হত্যার পর ঢাকা থেকে পালিয়ে প্রথমে নোয়াখালী ও পরে চট্টগ্রামে আশ্রয় নিয়েছিল সাইফুল। পরে গোপন খবরের ভিত্তিতে তাকে আটক করা হয়। আজ তাকে আদালতে পাঠানো হবে।

পুলিশ জানিয়েছে, নিউমার্কেট জামে মসজিদের খাদেম আবুল কালাম আজাদ ঘাতক সাইফুলের পরিচিত। হানিফকে হত্যার পর তার লাশ গুম করার জন্য আজাদকে ফোন দিয়েছিল তিনি। পুলিশের কাছে বিষয়টি স্বীকার করেছে গ্রেফতারকৃত আবুল কালাম আজাদ।

প্রসঙ্গত, গত বুধবার (৩ জুলাই) লালবাগ থানার আজিমপুর কবরস্থান সংলগ্ন মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদের একটি কক্ষের বারান্দা থেকে মসজিদের খাদেম হানিফ শেখের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ।

গত ৪ জুলাই হানিফের শ্বশুর জাকির শেখ বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন। মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাইফুলের বাবার নাম শফিকুল গ্রাম। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ থানার মশাই গ্রামে।

মামলার অন্য আসামিরা হলেন, মসজিদের খাদেম বাহার উদ্দিন (৫৫)। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার শালন্দী গ্রামে, খাদেম মুহা. ফরিদ আহমেদ (৪০)। সে ময়মনসিংহ জেলার ফুলপুরের বাসিন্দা এবং নিউমার্কেট জামে মসজিদের খাদেম আবুল কালাম আজাদ (৪৫)।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ