শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


আশঙ্কাজনকহারে চুরি হয়ে যাচ্ছে সৌদি পাসপোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কে অবস্থানরত সৌদি নাগরিকদের পাসপোর্ট আশঙ্কাজনকহারে চুরি হয়ে যাচ্ছে। এ বিষয়ে তুরস্কে সৌদি আরবের দূতাবাস সতর্কতা জারি করতে বাধ্য হয়েছে। খবর সৌদি গেজেটর।

গত চার মাসে ইস্তানবুলের বিভিন্ন জায়গা থেকে ১৬৫টি সৌদি পাসপোর্ট চুরি হয়ে গেছে। ইস্তানবুলের সৌদি পর্যটকদের টার্গেট করেছে পাসপোর্ট চুরির সঙ্গে সংঘবদ্ধ চক্র। তবে তুরস্কে অন্যান্য আরব দেশের নাগরিকদের পাসপোর্ট চুরির ঘটনাও ঘটেছে।

টুইটারে সৌদি দূতাবাস জানিয়েছে, মূল পাসপোর্ট বহন না করায় তুরস্ক কয়েকজন সৌদি নাগরিককে আটকে দিয়েছে। তাই সৌদি নাগরিকদের মূল পাসপোর্ট বহন করার অনুরোধ করা হয়েছে এবং পাসপোর্টের যাতে ক্ষতি না হয় কিংবা চুরি না হয়ে যায় সে বিষয়ে সতর্ক করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ