মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৭ শাওয়াল ১৪৪৫


বঙ্গোপসাগরে বিকল হওয়া ট্রলারের ৩৮ যাত্রী উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার সময় যাত্রীবাহী একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গেছে। ট্রলারে থাকা পর্যটকসহ ৩৮ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এদের মধ্যে ৮জন পর্যটক ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে তাদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট জোসেল রানা বলেন, শুক্রবার দুপুরে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার সময় নাফ নদী পার হয়ে বঙ্গোপসাগরের মিয়ানমার সীমান্ত ঘেঁষা নাইক্ষ্যংদিয়া এলাকায় পৌঁছালে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর ট্রলারটি মিয়ানমারের দিকে ভেসে যাচ্ছিল।

খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থল থেকে বিকল ওই ট্রলারের যাত্রীদের উদ্ধার করে সেন্ট মার্টিন দ্বীপে নিয়ে যায়। উদ্ধার হওয়া সবাই সুস্থ আছেন, তারা যাতে আতঙ্কিত না হন সেদিকে দৃষ্টি রাখা হয়েছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. রবিউল হাসান বলেন, সাগরে পর্যটকসহ বিকল ট্রলারটি উদ্ধার করে দ্বীপে নিয়ে আসা হয়েছে। এতে কোনো ধরনের সমস্যা হয়নি। তাদের খোঁজখবর রাখা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ