বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :

বিশ্বজুড়ে ফেসবুকে নতুন কৌশলে প্রতারণা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি ফেসবুকের ছবি নিয়ে একটি হোক্স বা ভাঁওতাবাজির পোস্ট ফিরে এসেছে। এতে ব্যবহারকারীদের মনে তাদের ব্যক্তিগত ছবি রাতারাতি ফেসবুকে প্রকাশ করে দেওয়ার ভয় ধরিয়ে দেওয়া হয়। ফেসবুকের নতুন নিয়মের আদলে একটি প্রতারণামূলক বার্তা দেওয়া হয়। তাতে কপিরাইট বা প্রাইভেসি রক্ষার বিষয়ে লেখা থাকে। তবে অনেক সময় বার্তা একেকজনের ক্ষেত্রে একেক রকম হতে পারে।

বার্তায় জানানো হয়, ‘আগামীকাল ফেসবুকের নতুন নিয়ম চালু হচ্ছে, যাতে আপনার সব ছবি ফেসবুক ব্যবহার করবে। আজকেই তাই ডেডলাইন। আপনি ফেসবুকে যা যা পোস্ট করেছেন, সব প্রকাশ করে দেবে তারা। তাই নিরাপদ থাকতে এ বার্তা কপি পেস্ট করুন। এটা নিরাপদ।’

ফেসবুকের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা এ রকম কিছু বিবৃতি দেখেছি, যা মূলত হোক্স বা ভাঁওতাবাজির পোস্ট। বিষয়টি হচ্ছে, আপনারা যখন কোনো কিছু পোস্ট করেন, আমরা তার মালিক নই। আমাদের শর্ত অনুযায়ী, আপনারা আমাদের তা ব্যবহার, সবার কাছে পৌঁছানো ও আপনার পোস্ট শেয়ারের অনুমতি দেন।

প্রোফাইল অপশনে প্রাইভেসি যুক্ত করার অপশন রয়েছে। তবে আপনার নিউজফিডে যদি এ ধরনের বার্তা দেখেন, তবে তা প্রতারণার কৌশল বলে ধরে নেবেন।’

এ ধরনের ভাঁওতাবাজির কোনো পোস্ট দেখলে তা কোনোভাবেই শেয়ার করবেন না। এ ছাড়া কোনোভাবেই এ ধরনের পোস্ট কপি পেস্ট করে পোস্ট করবেন না। এমনকি কারও মেসেঞ্জারেও এ ধরনের বার্তা পাঠাবেন না।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ