বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’

মাদরাসাতুল হিকমাহ অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর প্রাক্তন ছাত্র পূণর্মিলনী সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার উত্তরার ৬ নম্বর সেক্টর ২ নম্বর রোডে মাদরাসাতুল হিকমাহ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর প্রাক্তন ছাত্র পূণর্মিলনী সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার বাদ যোহর থেকে শুরু হওয়া এ প্রাক্তন ছাত্র পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর সাইয়্যিদ মীর দিলাওয়ার হোসাইন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মাদরাসাতুুস সুফফাহ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা আবু তাহের রাহমানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক কবি রুহুল আমিন খান।

উত্তরা মাদরাসাতুল হিকমাহ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা আবু সালেহ রহমানির সভাপতিত্বে এ প্রাক্তন ছাত্র পূণর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান আলোচকের বক্তব্যে মাওলানা আবু তাহের রাহমানি বলেন, আমরা দীন শিখতে আল্লাহর পথে থাকি। আল্লাহর রহমতের ফেরেশতারা ডানা বিছিয়ে দেন। বহু প্রতিকুলতার মধ্য দিয়ে মাদরাসার ছাত্ররা তাদের পড়াশোনা করে। আর এ জন্যই তারা আল্লাহর দরবারে এ প্রিয়।

তিনি আরও বলেন, মাদরাসুল হিকমাহ তোমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, তোমরা সেগুলো বুকে ধারণ করে সামনে এগিয়ে যাবা। আমরা তোমাদের জন্য দোয়া করতে পারবো, চেষ্টা করার দায়িত্ব তোমাদের। শুকরিয়া আদায় করলে আল্লাহ তায়ালা নেয়ামত বাড়িয়ে দেন। তাই এ মাদরাসাতুল হিকমার নেয়ামতের শুকরিয়া আদায় করবেন।

প্রধান অতিথির বক্তব্যে তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর সাইয়্যিদ মীর দিলাওয়ার হোসাইন প্রাক্তন ছাত্রদের বলেন, উচ্চশিক্ষার সঙ্গে সঙ্গে তোমরা হৃদয়ে যখন দীন ধারণ করবে তখন দুনিয়া আখেরাতে তোমাদের মর্যাদা বেড়ে যাবে। আর আল্লাহকে তোমরা স্মরণ করলে আল্লাহ তোমাদের স্মরণ করবেন।

তিনি আরও বলেন, কুরআন হাদিসের শিক্ষা নিজের জীবনে খাটাতে চেষ্টা করবা। আর ছোট ছোট কোনো বিষয় নিয়ে তর্কে লিপ্ত হবে না। তোমরা কুরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করবা। তাহলে আল্লাহ তোমাদের দুনিয়া আখেরাতে সফলতা দান করবেন।

সভাপতির বক্তব্যে  অধ্যক্ষ মাওলানা আবু সালেহ রহমানি বলেন, মাদরাসাতুল হিকমাহ আল ইসলামিয়া কোনো মানুষের দয়ায় প্রতিষ্ঠা হয় নাই। কোনো মানুষের টাকায় প্রতিষ্ঠিত হয় নাই। এ মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে উসসিসা আলাত তাকওয়া, এজন্য আল্লাহ তায়ালা এ মাদরাসা আজীবন প্রতিষ্ঠিত থাকবে।

আজ আমরা আছি আগামী দিন তোমরা থাকবা। এভাবে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এ মাদরাসায় যারা পড়াশোনা করবা তোমার সবসময় প্রফেসর মাওলানা দিলাওয়ার হোসাইন কে স্মরণ করবা।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ