শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


মিন্নির হয়ে আদালতে লড়তে চান ব্যারিস্টার সুমন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার বরগুনার রিফাত হত্যার আসামী রিফাত শরীফের স্ত্রী মিন্নি শরীফের পাশে দাঁড়াতে চাইলেন সামাজিক মাধ্যমের পরিচিত মুখ আলোচিত সমাজকর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

তিনি বলেছেন, সমাজে যখনই কোনো অসংগতি দেখতে পাই তা তুলে ধরার চেষ্টা করি। আইনগত কোনো সমস্যা নিয়ে যদি কেউ হাইকোর্টে আসেন, যদি আমার সহযোগিতার প্রয়োজন পড়ে, তাহলে আমি অবশ্যই পাশে দাঁড়াবো। মিন্নির মামলাও যদি হাইকোর্টে আসে, আমার সহযোগিতা দরকার পড়ে, সেটা আমি করবো। তবে মিন্নির পক্ষে আইনি লড়াইয়ের জন্য আইনজীবী না পাওয়া দুঃখজনক। তার পক্ষে কেউ না কেউ দাঁড়ানো উচিত।

তিনি আরও বলেন, আমি ওখানকার আইনজীবী নই, সেখানে যাওয়ার মতো অবস্থানেও নেই আমি। চাইলে তো স্থানীয় আইনজীবীরা মিন্নির পক্ষে দাঁড়াতে পারেন। আমাদের এখানে যুদ্ধাপরাধীদের পক্ষে আইনজীবী পাওয়া যায়, গ্রেনেড হামলার আসামির পক্ষেও আইনজীবী পাওয়া যায়, আইনজীবীরা সেসব মামলা লড়তে যান, তাহলে মিন্নির পক্ষে আইনি লড়াই করবেন না কেন? এখনো তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়নি। সিনিয়র আইনজীবীরা না হলেও জুনিয়রদেরও তো তার পক্ষে লড়ার কথা। আমি জানি না কেন, কী কারণে মিন্নির পক্ষে আইনি লড়াইয়ে কাউকে পাওয়া যাচ্ছে না।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ