শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


১০০ চিকিৎসকের চেষ্টায় নতুন জীবন পেল সাফা-মারওয়া!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমজ দুই বোন সাফা ও মারওয়া। জন্ম থেকেই তাদের মাথার খুলি ও রক্তনালি জোড়া লাগানো। সম্প্রতি লন্ডনে চার ধাপের অস্ত্রোপচারের পর চিকিৎসকরা সফলভাবে দুই বছর বয়সী এ দুই বোনকে আলাদা করতে পেরেছেন।

পাকিস্তানে জন্ম হওয়া শিশু দুটির অস্ত্রোপচার হয় লন্ডনের গ্রেট ওরমন্ড স্ট্রিট হাসপাতালে। গত বছরের আগস্ট থেকে শুরু হওয়া এ অপারেশন ফেব্রুয়ারিতে শেষ হয়। সাফা ও মারওয়ার বয়স তখন ১৯ মাস।

সব মিলিয়ে ৫৫ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অস্ত্রোপচারে অংশ নেন ১০০ বিশেষজ্ঞ চিকিৎসক। অস্ত্রোপচার শেষে ১ জুলাই পিতৃহীন শিশু দুটিকে নিয়ে হাসপাতাল ছাড়েন তাদের মা।

আপাতত লন্ডনের একটি বাসায় তাদের সঙ্গে রয়েছেন মা, দাদা ও চাচা। প্রতিদিন ফিজিওথেরাপিস্টরা পুনর্বাসন প্রক্রিয়া দেখভাল করছেন। এ ধরনের যমজকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় ‘ক্র্যানিওপ্যাগাস টুইন্স’।

খুলির জটিল গঠন এবং মগজ ও রক্তনালির অবস্থান জানতে আধুনিক প্রযুক্তির শরণাপন্ন হন চিকিৎসকরা। নিখুঁত অস্ত্রোপচার নিশ্চিত করতে থ্রিডি প্রিন্টে তৈরি প্লাস্টিকের শরীরের ওপর কাটাছেঁড়ার অনুশীলন করেন চিকিৎসকরা।

মা জয়নব বিবি (৩৪) বলেন, ‘আমরা হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের কাছে ঋণী। তারা যা করেছেন, সে জন্য ধন্যবাদ।’

তারা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে দুই বোনের দীর্ঘ ও নিরাপদ জীবনের জন্য দোয়া কামনা করেন। 

সূত্র: স্কাই নিউজ, এবাউট ইসলাম

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ