শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


ইমরান খানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের 'নির্লিপ্ত' আচরণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তিনদিনের যুক্ররাষ্ট্র সফরে শনিবার মার্কিন মুলুকে পা রেখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে যাননি মার্কিন সরকারের কোনও কর্মকর্তা। এর আগে আর কোনও রাষ্ট্রনেতার সঙ্গে এমন নির্লিপ্ত আচরণ করা হয়নি বলে দাবি আন্তর্জাতিক কূটনৈতিক মহলের। এ ঘটনায় পাকিস্তানজুড়ে চাপা ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, কাতার এয়ারওয়েজের সাধারণ যাত্রীবাহী বিমানে চড়েই আমেরিকা পৌঁছান ইমরান খান। কিন্তু সেখানে তাঁকে অভিবাদন জানানোর জন্য হাজির ছিলেন না মার্কিন সরকারের কোনও প্রতিনিধি। অন্য দেশের রাষ্ট্রনেতারা আমেরিকায় পা রাখলেই তাঁদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করে সে দেশের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)। ইমরানের আশপাশে সে সবের কিছুই চোখে পড়েনি।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের তরফে টুইটারে যে ভিডিও শেয়ার করা হয়েছে, তাতে ইমরানকে অভ্যর্থনা জানাতে দেখা গিয়েছে পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এবং সেখানে পাক দূতাবাসের কর্মরত কিছু কর্মকর্তাকে। এর পর এনএসএ বা পাক দূতাবাসের গাড়ি নয়, বরং রীতিমতো টিকিট কেটে মেট্রোয় চেপে গন্তব্যে পৌঁছান তিনি।

আরএম/

 


সম্পর্কিত খবর