শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


সাতদিনে আফগান যুদ্ধ জিততে পারি, বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যে যুদ্ধ প্রায় দেড় যুগে শেষ করতে পারেনি আমেরিকা, সেই যুদ্ধ নাকি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্র ‘এক সপ্তাহে’ জিততে পারেন! তার দাবি, এক কোটি লোক মারা যাবে বলে তিনি সেটি করছেন না।

হোয়াইট হাউজে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করার পর ট্রাম্প বলেন, ‘আফগান যুদ্ধ শেষ করার ব্যাপারে আমরা অনেক এগিয়েছি। সেখানে আমরা ১৯ বছর ধরে সৈনিক নয়, পাহারাদার হিসেবে আছি। যদি আমরা সেনা হতে চাইতাম, তবে মাত্র এক সপ্তাহ থেকে দশদিনে এটা শেষ করতে পারতাম।’

উল্লেখ্য,আফগানস্থানে দীর্ঘ ১৮ বছর ধরে চলমান যুদ্ধ অবসানে গত বছরের সেপ্টেম্বর থেকে অন্তত ছয়বার ওয়াশিংটনের আফগানিস্তান বিষয়ক মার্কিন দূত জামাল খলিলজাদ খলিলজাদ তালেবানের সঙ্গে কথা বলেছেন। কিন্তু তালেবান আফগানিস্তানে যুদ্ধবিরতিতে অস্বীকৃতি জানিয়েছিল প্রতিবারই। তবে  চলতি বছরের শুরু থেকে তালেবানদের সঙ্গে কয়েক দফায় আলোচনায় বসেছিল ট্রাম্প প্রশাসন।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ