শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


গুজব প্রতিরোধে ১০টি নিউজ পোর্টাল ও ৮৫টি লিংক বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারা দেশে গুজব ছড়ানোর কাজে ব্যবহৃত ৬০টি ফেসবুক লিংক ও ২৫টি ইউটিউব লিংক এবং ১০টি নিউজ পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে। এসব ফেসবুক ও ইউটিউব লিংকের মাধ্যমে সুপরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছিল বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

আজ বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘যতগুলো ঘটনা ঘটেছে সবই গুজব। যারা নিহত হয়েছে, তাদের কেউই ছেলেধরা ছিল না।’

তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১০৩টি মামলা হয়েছে। আর গ্রেপ্তার করা হয়েছে ৩১ জনকে।

কাল থেকে সপ্তাহব্যাপী সচেতনতা সপ্তাহ শুরু জানিয়ে পুলিশের আইজিপি বলেন, গুজব প্রতিরোধে মাঠ পর্যায়ে সব ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া সব থানায়ও নির্দেশ দেওয়া হয়েছে।

সম্মেলনে নিজের হাতে কাউকে আইন তুলে না নেওয়ারও আহ্বান জানান মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ