শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


'জুমার খুতবায় ইমামদের গুজব বিষয়ে কথা বলার অনুরোধ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জুমার খুতবায় ইমাম সাহেবদের গুজবের বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করা হয়েছে বলে জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

আজ বুধবার (২৪ জুলাই) রাজধানীর পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি জানান, একটি স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে গুজব ছড়াচ্ছে। এ সংক্রান্ত প্রথম যে পোস্টটি আমাদের নজরে আসে তা ছিল দুবাই থেকে। দুবাইয়ের এক ব্যক্তি এই পোস্টটি করেন। বলেছেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

তিনি বলেন, তাদের সকল আন্দোলন ব্যর্থ হওয়ার পর ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়ানোর পথ বেছে নিয়েছে।

গুজব সৃষ্টিকারীদের হুঁশিয়ার করে দিয়ে তিনি আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। নিজের হাতে আইন হাতে তুলে নিলেন মানে অজান্তে হত্যা মামলায় জড়িয়ে গেলেন। আমাদের ওপর আস্থা রাখুন। সঠিক বিষয়গুলি বের করব।

পুলিশ প্রধান বলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে গুজব প্রতিরোধে পুলিশ সচেতনতা সপ্তাহ পালন করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন র‍্যাবের ডিজি, ঢাকা মহানগর পুলিশ ও সদর দপ্তরের পদস্থ কর্মকর্তারা।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ