শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


কাশ্মীরে ভারতীয় সেনা প্রধান, এক সপ্তাহে ৩৫ হাজার সেনা মোতায়েন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু ও কাশ্মীরে গত সপ্তাহে ১০ হাজার অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেয় ভারতের কেন্দ্রীয় সরকার। এবার সেখানে আরো ২৫ হাজার সেনা মোতায়েন করতে চলেছে মোদী সরকার।

বৃহস্পতিবার (১ আগস্ট) ভোর থেকেই সেনা জওয়ানরা কাশ্মীর উপত্যকায় পৌঁছাতে শুরু করে এবং শুক্রবার সকাল থেকে তাদের রাজ্যের বিভিন্ন জায়গায় মোতায়েন করার কাজ শুরু হয়ে গেছে।

উপত্যকায় সন্ত্রাসবিরোধী অভিযান আরো জোরদার করতে সুরক্ষা বাহিনীর ১০০ কোম্পানি (প্রতি কোম্পানিতে ১০০ সেনা রয়েছে) সেনা মোতায়েন করা হচ্ছে বলে গত সপ্তাহে সরকারের তরফ থেকে জানানো হয়।

অন্যদিকে, ভারতের সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে বৃহস্পতিবার কাশ্মীরের শ্রীনগরে পৌঁছেছেন। সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, সেনাপ্রধান আগামী দুই দিন কাশ্মীরেই থাকবেন।

গত সপ্তাহে কেন্দ্রীয় সরকার উপত্যকায় ১০ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করেছিল। জম্মু ও কাশ্মীরের দুই দিনের সফর সেরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ফিরে আসার পরেই এই অতিরিক্ত সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

সূত্র : এনডিটিভি

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ