শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ফোনে সৌদি যুবরাজের সঙ্গে যে কথা হলো ইমরান খানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের বড় ভাই প্রিন্স বন্দর বিন আবদুল আজিজ আল সৌদের মৃত্যুতে সমবেদনা জানাতে বৃহস্পতিবার সৌদি যুবরাজকে ফোন করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

ফোনালাপে সৌদি আরবের সঙ্গে সম্পর্কোন্নয়ন পাকিস্তানের সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত বিষয় বলে মন্তব্য করেন ইমরান খান। খবর ডন ও জিয়ো নিউজ -এর।

খবলে বলা হয়, ফোনালাপে  দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও তারা মতবিনিময় করেছেন।

পাকিস্তানকে অব্যাহত সহযোগীতার জন্য যুবরাজকে ধন্যবাদ জানিয়ে ইমরান খান বলেন,সৌদি আরবের সঙ্গে সম্পর্কোন্নয়ন পাকিস্তানের সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়। পাকিস্তানের প্রতিটি দুঃসময়ে সৌদি আরবকে আমরা অকৃত্রিম বন্ধু হিসেবে পেয়েছি।

ফোনালাপে মোহাম্মদ বিন সালমানও পাকিস্তানের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্কোন্নয়ন ও অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রসঙ্গত, গত রোববার বিকালে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের বড় ভাই প্রিন্স বন্দর বিন আবদুল আজিজ আল সৌদ মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৬ বছর। সোমবার পবিত্র শহর মক্কায় এশার নামাজের পর মসজিদুল হারামে তারা জানাজা অনুষ্ঠিত হয়।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ