বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


'আস্তাগফিরুল্লাহ! এটা শামীম ওসমানের জামাত না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রতি বছরের মতো এবারও শহরের সর্ববৃহৎ ঈদ জামাতের জন্য প্রস্তুত শহরের ইসদাইর এলাকায় কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠ। সেখানে আজ রোববার দুপুরে দেড়টায়  পরিদর্শন করতে গিয়েছিলেন নারায়ণগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান

এ সময় কোনো এক কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘আস্তাগফিরুল্লাহ, এটা শামীম ওসমানের জামাত না। এটা নারায়ণগঞ্জবাসির তথা সবার জামাত।’

সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামীম ওসমান বলেন, জামাত বড় হলে সওয়াব বেশি হয়। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য একসাথে দেড় দুই লাখ মুসল্লী ঈদের জামাত পড়তে পারি সেজন্যই এই আয়োজন।’

তিনি আরও বলেন, ‘রোজার ঈদের জামাতে দেড় লাখের মতো মুসল্লী সমাগম ঘটেছে। এখন মা বোনরাও দাবি জানিয়েছে, তারাও এই ঈদে জামাতে শরীক হতে চায়।’

ঈদগাহের নান্দনিকতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘এটাকে মক্কা মদিনার আবহে তৈরি করা হয়েছে যেন এখানে নামাজ পড়তে এসে মনটা ভাল হয়ে যায়। পুরো ঈদগাহ জুড়ে কোরআন ও হাদীসের আয়াত জুড়ে দেওয়া হয়েছে। আগামীতে এখানে মা বোনদের জন্যও নামাযের ব্যবস্থা করা হবে। আলেম ওলামাদের সাথে আলোচনা করে মাসলা মতে ধর্মীয় নীতি অনুসারে আগামীতে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ সময় ঈদ জামাতের কাজের অগ্রগতি ও ঈদের জামাতের দায়িত্বে থাকা ইমামের সঙ্গেও কথা বলেন তিনি।  উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক ও মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউস উর রহমান, দেওভোগ মাদরাসা মসজিদ খতিব মোহাদ্দিস মুফতী হারুন অর রশীদ ও প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ