শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৭০৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারা দেশে একদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৭৩৪ জন। চিকিৎসকদের আশঙ্কা, ডেঙ্গুর পিক টাইম সেপ্টেম্বরে।

ঈদের ছুটি শেষে রাজধানীবাসী ফিরে আসার পর আবারো বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ। এদিকে, সারা দেশে ডেঙ্গুর চিকিৎসা ব্যবস্থা নিয়ে সকালে হাইকোর্টে প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাসপাতালে প্রতিদিন ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা জানানো হয়। তাতে দেখা যাচ্ছে, এ সংখ্যা কখনো কমছে, কখনো বাড়ছে।

গত ৭ আগস্ট ঢাকা ও ঢাকার বাইরে সরকারি-বেসরকারি হাসপাতালে ২ হাজার ৪২৮ জন নতুন রোগী ভর্তি হয়েছিল। রোববার নতুন ভর্তি হয়েছে ১ হাজার ৭০৬ জন। ডেঙ্গুর এমন পরিস্থিতি মোকাবিলায় ঢাকা সিটি করপোরেশনের উদ্যোগ খুব একটা কার্যকরী নয় বলে অভিযোগ রোগীর স্বজনদের।

চিকিৎসকদের আশঙ্কা, ঈদের ছুটির পর ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়তে পারে। বেশ কয়েকদিন ঘর বদ্ধ থাকায়, এডিস বংশ বিস্তার করতে পারে বলে ধারণা তাদের।

এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর মৌসুম। গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি আক্রান্ত হয় সেপ্টেম্বরে। ২০১৮ সালে ১০ হাজার ১৪৮ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।

এর মধ্যে জুলাইয়ে ৯৪৬, আগস্টে ১ হাজার ৭৯৬ ও সেপ্টেম্বরে ৩ হাজার ৮৭ জন। গত বছর সেপ্টেম্বরের পর থেকে প্রকোপ কমতে থাকে।

এ বছর জুলাই মাসে ১৬ হাজার ২৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। আগস্টের প্রথম ১৩ দিনে রোগীর সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ