বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৫


কাশ্মীরের নিয়ন্ত্রণ রাখতে চার স্তরের ব্লু প্রিন্ট ভারতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরের পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায় সেজন্য চলতি মাসের শুরু থেকেই সজাগ প্রশাসন। আগামীতেও যেন রাজ্যের আইনশৃঙ্খলা হাতের বাইরে না যায় সেজন্য বিশেষ কৌশলী পদক্ষেপের কথা বিবেচনা করেছে জম্মু-কাশ্মীর প্রশাসন।

সূত্রের খবর, চার স্তরের ওপর ভর করেই পরিকল্পনা আঁটছে কেন্দ্র। প্রথম স্তরে থাকবেন খেতাবপ্রাপ্ত সরকারি কর্মীরা। ‘মুভার্স অ্যান্ড শেকার্স’ নামের এ দলের সদস্যরা বিভিন্ন অনুষ্ঠান, সমাবেশে উপস্থিত থাকবেন। দেখবেন অনুষ্ঠানে কারা হিংসায় মদদ দিচ্ছে। এক্ষেত্রে প্রশাসন অভিযুক্তদের আটক করবে। এমনকি গৃহবন্দি করেও রাখতে পারবে।

দ্বিতীয়ত, শান্তি বজায় রাখতে সরকারের দ্বিতীয় পদক্ষেপ হবে, কাশ্মীরি যুবক যারা প্ররোচিত হয়ে পাথর ছোড়ে তাদের আটকানো। এক্ষেত্রে কমিউনিটি বন্ডের চিন্তাভাবনা রয়েছে প্রশাসনের।

২০টি পরিবার থেকে মুচলেকা নেয়া হবে এ মর্মে যে- তাদের পরিবারের যুবকরা পাথর ছোড়ার মতো কার্যকলাপে জড়িত থাকবে না। তৃতীয়ত, কাশ্মীরকে শান্ত রাখতে জঙ্গি অনুপ্রবেশ বন্ধ করতে হবে। এক্ষেত্রে সীমান্ত সুরক্ষা পর্যালোচনা করা হবে। সীমান্তে সেনা আরও সতর্ক থাকবে।

সর্বশেষ, প্রশাসন ধর্মীয় প্রধানদের কার্যকলাপে নজর রাখবে। অনেক সময় তাদের মাধ্যমেও অশান্তি ছড়াতে পরে। ফলে পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যেতে পারে। এক্ষেত্রে সরকার খুবই কড়া মনোভাব নিচ্ছে ও প্রমাণ মিললেই অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

সূত্র: এনডিটিভি।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ