শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


মওদুদ একটা আদর্শিক শয়তান: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ একটা শয়তান। তিনি আইনমন্ত্রী থেকেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার বিচার করেননি। এদের জন্যই এ দেশ পিছিয়ে যাচ্ছে।

আজ রোববার কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মওদুদ এবং তার সঙ্গে সংশ্লিষ্টরা একেক জন আদর্শিক শয়তান। তারা বঙ্গবন্ধুর সঙ্গে থেকে রাজনীতি শিখেছে। বঙ্গবন্ধুর আদর্শে আলোকিত হয়েছে। অথচ জাতির পিতার মৃত্যুর পর একেকবার একেক দলে যোগ দিয়েছিল। গণতন্ত্রের লেবাস পড়ে যখন আইনমন্ত্রী ছিল, তখনও বঙ্গবন্ধু হত্যার বিচার করেনি।

কৃষিমন্ত্রী আরও বলেন, সকলের উচিত দেশের সঠিক ইতিহাসটা জানা। তা না হলে বিভ্রান্ত হতে হবে। বঙ্গবন্ধুকে হত্যার পর ১৯৯৬ সাল পর্যন্ত সামরিক শাসকরা একটানা দেশ পরিচালনা করেছে।

বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই ৭১ এর পরাজিত শক্তি ও ৭৫ এর খুনিদের স্বার্থ বাস্তবায়ন করেছে। এমনকি জাতির জনককে হত্যার পেছনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সরাসরি জড়িত।

তিনি আরও বলেন, দেশে বর্তমানে দুই ধারা চলমান। একটা স্বাধীনতার পক্ষের ধারা এবং অপরটা স্বাধীনতার বিরোধীদের ধারা।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ