শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


ভারতে বন্যায় ২ দিনে ৫৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। পাঞ্জাব, উত্তরাখান্ড ও হিমাচলপ্রদেশে ২ দিনের প্রাণ গেছে ৫৮ জনের। এরমধ্যে কেবল উত্তরাখান্ডে মৃতের সংখ্যা ৩২ আর হিমাচলপ্রদেশে প্রাণ গেছে ২৬ জনের।

এই তিন রাজ্যে ভারি বৃষ্টির পূর্বাভাস থাকায় বন্যা পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা করা হচ্ছে। বন্যা কবলিত এলাকায় জরুরি ত্রাণ সহায়তার জন্য ১শ কোটি রুপি বরাদ্দ করেছে পাঞ্জাবের মুখ্যামন্ত্রী অমরিন্দার সিং। গঙ্গাসহ উত্তরাখান্ডের বেশির ভাগ নদীর পানি বইছে বিপদ সীমার ওপর দিয়ে। বন্ধ ঘোষণা করা হয়েছে রাজ্যের নয় জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান।

এদিকে, যমুনা নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে দিল্লিতে। এরইমধ্যে দিল্লি থেকে ১০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ