শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


কাশ্মীর ইস্যুতে মোদির কাছে বারবার যে দাবি করছে রাহুল গান্ধী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:ভারতের জম্মু-কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর কাশ্মীরে কী হচ্ছে, তা কেন্দ্রীয় সরকার গোপন করছে বলে এবারে তোপ দাগলেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। কাশ্মীরে কী ঘটছে, তা দেশের মানুষকে জানাতে মোদি সরকারের প্রতি দাবি জানিয়েছেন এই কংগ্রেস নেতা। এর আগেও কয়েকবার এ দাবি তুলেছেন তিনি।

শনিবার রাতে নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে রাহুল বলেন, ‘কাশ্মীরে সংঘর্ষ চলছে। মানুষ মরছে। আমাদের কাছে খবর আছে, জম্মু-কাশ্মীরের পরিস্থিতি খুবই খারাপ। তাই মোদি সরকারের উচিত কাশ্মীর ও লাদাখে কী হচ্ছে, তা দেশের সাধারণ মানুষের কাছে স্পষ্ট করা।’

পাশাপাশি রাহুল গান্ধী এক টুইটে লেখেন, ‘কাশ্মীরের মানুষের অসন্তোষ বেরিয়ে আসছে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সংবাদমাধ্যমের ওপর। কেন্দ্রীয় সরকারের কাছে আমার অনুরোধ, কাশ্মীরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং যে গোপনীয়তার মোড়কে কাশ্মীরকে ঢেকে দেওয়া হয়েছে, তা খুলে ফেলা হোক।’

রাহুল আরো বলেন, ‘একতরফাভাবে জম্মু-কাশ্মীরকে ভাগ করেছে কেন্দ্র। আমাদের মনে রাখা উচিত, ভারত মানুষকে নিয়ে তৈরি। ভারত কোনো একখণ্ড ভূমি নয়। কাশ্মীরের নেতাদের আটক করা অগণতান্ত্রিক।’

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ