বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ মানবে না চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পাশে থাকবে চীন। সম্প্রতি মিয়ানমারের সেনাপ্রধান মিং অং হ্লেইংয়ের সঙ্গে বৈঠকে আবারও এ আশ্বাস দিয়েছেন দেশটিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চেন হাই।

মিয়ানমার সেনাবাহিনীর বরাত দিয়ে স্থানীয় দৈনিক ইরাবতীর এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানান হয়েছে।

মিয়ানমার সেনাপ্রধানের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রোহিঙ্গা ও মানবাধিকার ইস্যুতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ মানবে না বেইজিং। মিয়ানমারের শান ও মান্দালার অঞ্চলে সহিংসতার নিন্দা জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত। একইসঙ্গে মিয়ানমারে শান্তি প্রক্রিয়ায় সহায়তা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপে মিয়ানমার কিছু মানুষকে ফিরিয়ে নিতে সম্মত হলেও গত দ্বিতীয় দফায় রোহিঙ্গা প্রত্যাবাসনের চেষ্টা ব্যর্থ হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ