শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


সুদানে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় নিহত ৬২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় সুদানে এখন পর্যন্ত ৬২ জন নিহত হয়েছেন। বন্যায় আরও ৯৮ জন আহত হয়েছেন।

সোমবার (২৬ আগস্ট) আর্ন্তজাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, জুলাইয়ের শুরু থেকে সুদানে মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি ও বন্যায় দেশটির রাজধানী খার্তুমসহ প্রায় ১৫টি রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় দুই লাখ মানুষ ক্ষতির শিকার হয়েছেন। তবে নীল নদে পানি বৃদ্ধি বর্তমানে দেশটির জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

এদিকে জাতিসংঘ বলছে, ভারী বৃষ্টি ও বন্যায় দেশটিতে ৫৪ জন নিহত হয়েছে। এছাড়া ৩৭ হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার ফলে দেশটিতে পানিবাহিত রোগের সংক্রমণ বেড়েছে। এছাড়া রাস্তা-ঘাট, পানির উৎস ও গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ