শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১২৫১ ডেঙ্গু রোগী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১২৫১ জন রোগী ভর্তি হয়েছেন। সোমবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

এদিকে নতুন রোগী ভর্তির সংখ্যা কমার সাথে সাথে হাসপাতাল গুলোতে কমছে সংকটাপন্ন ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যাও। এছাড়া নতুন রোগীর তুলনায় ছাড়পত্র পাওয়া রোগী বাড়ায় আতঙ্কের ডেঙ্গু দিনে দিনে রূপ নিচ্ছে স্বস্তিতে।

স্বাস্থ্য অধিদপ্তরের গত সাত দিনের হিসেবে একদিকে যেমন সারাদেশে দিনে দিনে উন্নতি হচ্ছে ডেঙ্গু পরিস্থিতির তেমনি সরকারি বেসরকারি হাসপাতালগুলোতেও কমে আসছে নতুন রোগী ভর্তির সংখ্যাও। রাজধানীর বেসরকারি হাসপাতালগুলোতে ঈদের আগেও যেখানে প্রতিদিন গড়ে একশ রোগী ভর্তি হতেন সেখানে এই সংখ্যা কমে এখন নেমে এসেছে পঞ্চাশের নিচে। রোগী কমার সাথে সাথে সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যাও বাড়ছে ক্রমান্বয়ে।

ডেঙ্গু পরিস্থিতির সার্বিক উন্নতিতে স্বস্তি চিকিৎসক ও রোগীদের। অন্যদিকে এখনো বাসাবাড়িতে এডিসের লার্ভা পাওয়া যাওয়ায় ব্যক্তিগত সচেতনতার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ