শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


নামাজরত ব্যক্তির সামনে দিয়ে চলাচলে কখন গুনাহ হয়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

প্রশ্ন : নামাজরত ব্যক্তির সামনে কয় হাত জায়গার ভেতর দিয়ে চলাচল করলে গুনাহ হয়, আর সুতরা কয় হাত সামনে রাখতে হয়?

উত্তর : মসজিদ বা ঘর ৪০ বর্গ হাত থেকে কম হলে সুতরা ছাড়া মুসল্লির সামনে দিয়ে যাওয়া কোনোভাবেই জায়েজ হবে না। আর যদি ৪০ বর্গ হাত বা তার চেয়ে বড় হয় কিংবা মসজিদ ছাড়া ভিন্ন কোনো ময়দানে নামাজ পড়ে তাহলে মুসল্লির দৃষ্টি সেজদার স্থানে থাকলে সাধারণত যে স্থান পর্যন্ত নজরে আসে- যার পরিমাণ মোটামুটি মুসল্লির কাতারসহ সামনের আরও দুই কাতার হয় এর ভেতর দিয়ে যাওয়া জায়েজ হবে না।

তবে ওই জায়গার বাহির দিয়ে গেলে জায়েজ হবে। অর্থাৎ কোনো গুনাহ হবে না। আর সুতরা নামাজির পায়ের স্থান থেকে প্রায় তিন হাত দূরে রাখবে। - (আদ দুররুল মুখতার : ১/৬৩৬, হেদায়া : ১/১১৮)

ফতোয়া প্রদানে- ইফতা বিভাগ, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, ঢাকা, বাংলাদেশ।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ