বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’ মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো বিয়াম'র চ্যাপ্টার কমিটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জ্যামাইকার আগামীদিনে বিশ্বের মধ্যে অন্যতম স্মার্ট হবে দেশের হজ ব্যবস্থাপনা: ধর্মমন্ত্রী সকালে ইসতিসকার নামাজ আদায়, রাতেই নামল স্বস্তির বৃষ্টি চাঁদ মামার বয়স হয়েছে! চাঁদের বয়স কত?

ঢাকা উত্তরে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটিতে স্থান পেলেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
বিশেষ প্রতিবেদক

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির ঢাকা জেলা উত্তরের কাউন্সিল অধিবেশন গতকাল ৩০ সেপ্টেম্বর সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ।

ঢাকা উত্তরের  প্রায় পাঁচ শতাধিক ওলামায়ে কেরামের অংশগ্রহণের মধ্য দিয়ে কাউন্সিলে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির ঢাকা জেলা উত্তরের সভাপতি ও সেক্রেটারি জেনারেলের নাম ঘোষণা করা হয়।

অধিবেশনে এশার নামাজের আগে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন স্থানীয় আলেম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী।

সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আল্লামা শাহ আহমদ শফির খলিফা মাওলানা মাহবুবুর রহমান নবাবগঞ্জী। সেক্রেটারি জেনারেলের পদ অলংকৃত করেছেন বায়তুল আমান মাদরাসা-মসজিদ কমপ্লেক্সের মুহতামিম ও খতিব মুফতি নাজমুল হাসান বিন নূরী।

কমিটির অন্যান্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক- মাওলানা শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক- মাওলানা আব্দুল্লাহ, ও দপ্তর সম্পাদক মুফতি গাজী সিদ্দিকুর রহমান।

আগামী কিছুদিনের মধ্যেই ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির নবগঠিত ঢাকা জেলার সাধারণ সম্পাদক মুফতি নাজমুল হাসান বিন নূরী।

তিনি বলেন, অল্প কিছুদিনের মধ্যেই আমাদের পরিচিতি সভার আয়োজন করা হবে। মধুপুরের পীর সাহেবের উপস্থিতিতে সেখানে আমরা ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করব।

স্থানীয় ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন- হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী, মুফতি জাহিদুল ইসলাম কাসেমী, হাফেজ মাওলানা শাহেদ জাহিরী, মাওলানা মহিউদ্দিনসহ স্থানীয় খুতাবায়ে মাসাজিদ, আইম্মায়ে মাসাজিদ ও সাভারের বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ