শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


৯ দফা দাবিতে উবার চালকদের 'ডিজিটাল ধর্মঘট'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৯ দফা দাবিতে ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করছে দেশের উবার চালকরা। রোববার (১৩ অক্টোবর) রাত ১২টা থেকে এ ধর্মঘট শুরু হয়ে চলবে আজ রাত ১২টা পর্যন্ত।

উবার কর্তৃপক্ষের নানা অনিয়ম ও চালকদের ন্যায্য দাবি আদায়ে এ ধর্মঘট আহ্বান করেছে বাংলাদেশের রাইড শেয়ারিং ড্রাইভারস অ্যাসোসিয়েশন।

উবার চালকদের ৯ দফা দাবিগুলো হলো-

১. উবারের ওয়ে বিল অনুযায়ী ট্রিপ শুরু করা থেকে শেষ পর্যন্ত কিলোমিটার ও মিটার হিসাব করে ভাড়া দেয়া।

২. কমিশন ২৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা।

৩. গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে, তাই ভাড়া বাড়াতে হবে।

৪. চালকদের নিরাপত্তার ব্যবস্থা ও যাত্রী দ্বারা গাড়ির ক্ষতি হলে ক্ষতিপূরণ দেয়া।

৫. যাত্রীদের করা অভিযোগ যাচাইয়ের নামে চালকদের বিরুদ্ধে অ্যাকশন নেয়া যাবে না।

৬.যাত্রীর অ্যাকাউন্টে ছবি বাধ্যতামূলক থাকতে হবে এবং যাত্রীকে লোকেশনের ব্যাপারে প্রাথমিক ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।

৭. সর্বোচ্চ দুই কিলোমিটারে মধ্যে যাত্রীর সঙ্গে চালকদের সংযোগের ব্যবস্থা করতে হবে।

৮. চালকদের গন্তব্যের ক্ষেত্রে শতভাগ গন্তব্যের আশপাশে ট্রিপ দিতে হবে।

৯. দৈনিক ১২ ঘণ্টার বেশি অনলাইনে থাকা যাবে না এ সিদ্ধান্ত বাতিল করা।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ